ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

প্রথম নিউজ, ঢাকা : ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মো. ফজলুল করিম (৭০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে দশটার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী নাজমুল জানান, আজ সকালের দিকে কয়েদি ফজলুল করিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের দায়িত্বরত  চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ফজলুল করিম কুমিল্লার মনোহরগঞ্জ থানার নওগাঁ গ্রামের মৃত ওয়াজী উল্লাহর ছেলে। তার কয়েদি নং ৯৯৩৬/এ। তবে কি মামলায় সে কারাগারে কয়েদি হিসেবে ছিল সে বিষয়ে বলতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।