ঢাকায় ঢুকতে তল্লাশি, গাবতলীতে চেকপোস্ট

বিএনপির পক্ষে থেকে অভিযোগ করে বলা হচ্ছে, চেকপোস্ট বসিয়ে তাদের দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ।

ঢাকায় ঢুকতে তল্লাশি, গাবতলীতে চেকপোস্ট

প্রথম নিউজ, ঢাকা: সারা দেশে গত ১ ডিসেম্বর থেকে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। এদিকে ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

এসবের মধ্যেই রাজধানীর গাবতলী এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকামুখী দূরপাল্লার যানবাহনগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। বিপুল সংখ্যক পুলিশ সদস্য চেকপোস্টে তাদের তল্লাশি কার্যক্রম চালাচ্ছে। বিএনপির পক্ষে থেকে অভিযোগ করে বলা হচ্ছে, চেকপোস্ট বসিয়ে তাদের দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ।

সরেজমিনে দেখা যায়, আমিনবাজার ব্রিজ পার হয়ে ঢাকার প্রবেশ মুখে গাবতলী এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল থামিয়ে চালক ও যাত্রীদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সদস্যরা। যাত্রীদের কাছে ঢাকায় আসার কারণ জানতে চাওয়া হচ্ছে। এদিকে পুলিশের কাছে যাদের সন্দেহজনক মনে হচ্ছে তাদের আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে গাবতলীতে পরিচালিত চেকপোস্টটি বিশেষ কোনো উদ্দেশ্য পরিচালিত হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। তারা বলছে, এটি একটি রুটিন চেকপোস্ট যা সারা বছর কার্যকর থাকে।

এ বিষয়ে ডিএমপির দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, গাবতলী এলাকার চেকপোস্ট অনেক আগে থেকেই। রুটিন ওয়ার্ক হিসেবে চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টে ঢাকায় আসা গাড়িকে অনেক সময় তল্লাশি করা হয়ে থাকে। তবে বিএনপির সমাবেশ সামনে রেখে চেকপোস্টে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom