ডাচ-বাংলার ‘রকেট’ সেবা ২০ ঘণ্টা বন্ধ
আগামী বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত ‘রকেট’ এর সেবা নিতে পারবেন না গ্রাহকরা।
প্রথম নিউজ ,ঢাকা: ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং ‘রকেট’ এর সিস্টেম আপগ্রেডেশনের কারণে ২০ ঘণ্টা সেবা বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত ‘রকেট’ এর সেবা নিতে পারবেন না গ্রাহকরা।
আজ মঙ্গলবার ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সগীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এক নোটিশে ডাচ-বাংলা ব্যাংক জানায়, মোবাইল ব্যাংকিংয়ের সিস্টেম আপগ্রেডেশনের কারণে ‘রকেট’ এর সঙ্গে সংশ্লিষ্ট সব সেবা আগামী ১৫ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ থাকবে।
ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশে প্রথম ২০১১ সালের ৩১ মার্চ মোবাইল ব্যাংকিং ডাচ-বাংলা ‘মোবাইল ব্যাংক’ চালু করে। যেটি বর্তমানে রকেট নামে পরিবর্তন করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews