টিসিবি কার্ডের নামে গরীবের সঙ্গে উপহাস: মির্জা ফখরুল

তিনি বলেন, ‘যে দেশে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর নামে টিসিবির কার্ড হয়, সে দেশে গরীবদের নিয়ে কি ধরনের উপহাস করা হচ্ছে তা সহজেই অনুমেয়। রোল মডেলের এ দেশে এ কিসের আলামত? 

টিসিবি কার্ডের নামে গরীবের সঙ্গে উপহাস: মির্জা ফখরুল

প্রথম নিউজ, ঠাকুরগাঁও : সারাদেশে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি যে ফ্যামিলি কার্ড দিচ্ছে, তাতে গরীব ও অসহায় মানুষদের সঙ্গে ‍‘উপহাস করা হচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘যে দেশে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর নামে টিসিবির কার্ড হয়, সে দেশে গরীবদের নিয়ে কি ধরনের উপহাস করা হচ্ছে তা সহজেই অনুমেয়। রোল মডেলের এ দেশে এ কিসের আলামত? 

আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

গত ২০ মার্চ থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে সারাদেশে নিত্যপণ্য বিতরণ করছে টিসিবি। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী এক কোটি পরিবারের তালিকা করা হয়েছে। একজন কার্ডধারী রোজার আগে এবং রোজার মধ্যে দুই দফা পণ্য পাবেন। প্রথম কিস্তির পণ্য বিতরণ শুরু হয়েছে ২০ মার্চ থেকে। দ্বিতীয় কিস্তির পণ্য দেওয়া হচ্ছে রোজার মাঝামাঝি সময়ে। বিরোধী দল দমন করতে আওয়ামী লীগ সরকার ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ দিচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। 
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ডাকাতের সরকার, তাদের আমলে কোনো দিনই দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। উপরন্তু বিগত সময়ে তাদের আমলে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীর নামে হাজারো হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। শুধু ঠাকুরগাঁও সদর উপজেলাতেই সাড়ে ৭ হাজার রাজনৈতিক মামলা দিয়েছে এ সরকার।

এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রোকন উদ্দিন ভূইয়ার সভাপত্বিতে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ বিএনপির নেতাকর্মীরা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom