টাঙ্গাইলে ভোট কেন্দ্রের সামনে থেকে অস্ত্রসহ যুবক আটক
আজ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে মাকুল্যা সরকারি বিদ্যালয়ের কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।
প্রথম নিউজ, টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুরের উপজেলার নগদা শিমলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের একটি ভোট কেন্দ্রের সামনে থেকে ধারালো অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে মাকুল্যা সরকারি বিদ্যালয়ের কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম স্বপন আলী (২২)। তিনি একই ইউনিনের রায়ের মাকুল্যা গ্রামের ইমান আলীর ছেলে।
গোপালপুর থানার এসআই মো. মাসুদ রানা বলেন, ভোট কেন্দ্রে সামনে স্বপন আলী চাকু ও জিআই পাইপ নিয়ে মহড়া দিচ্ছিলেন। খবর পেয়ে তাকে কেন্দ্রের সামনে থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলার প্রস্তুতি চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews