ঝোড়ো বাতাসে গা‌ছের ডাল ভে‌ঙে প্রাণ গেল ব্যবসায়ীর

ঝোড়ো বাতাসে গা‌ছের ডাল ভে‌ঙে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রথম নিউজ, টাঙ্গাইল : টাঙ্গাইলে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সৃষ্ট ঝোড়ো বাতাসে গা‌ছের ডাল ভে‌ঙে পড়ে রাজ্জাক মিয়া (৪০) নামে এক ব‌্যবসায়ীর মৃত্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে জুমার নামাজ প‌ড়ে বাসায় যাওয়ার প‌থে বাসাইল উপজেলা পরিষদের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত রাজ্জাক মিয়া উপজেলার সদর ইউনিয়নের মিরিকপুর গ্রামের কুসুম মিয়ার ছেলে। তিনি বাসাইলের কোটিপতি মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, জুমার নামাজ পড়ে মোটরসাইকেলে বাসার দিকে যাচ্ছিলেন রাজ্জাক মিয়া। তিনি উপজেলা পরিষদের গেটের সামনে আসলে গাছের ডাল ভে‌ঙে মাথায় পড়লে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। প‌রে স্থানীয়রা তা‌কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাঈম আব্দুল্লাহ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার বলেন, আমরা নিহতের পরিবারের পাশে আছি।