জয়ের সেই ‘আউটে’ যে কারণে রিভিউ নেয়নি নিউজিল্যান্ড
আজকের দিনের খেলা শেষে ৭০ রানে অপরাজিত রয়েছেন মাহমুদুল হাসান জয়
প্রথম নিউজ, ডেস্ক : আজকের দিনের খেলা শেষে ৭০ রানে অপরাজিত রয়েছেন মাহমুদুল হাসান জয়। তবে ব্যক্তিগত ২০ রানেই সাজঘরে ফিরতে পারতেন তিনি। দলীয় ৪৪ রানের মাথায় তার বিপক্ষে লেগ বিফোরের জোরালো আবেদন করেন ওয়াগনার। আম্পায়ার সাড়া দেননি। ব্যাটের ভেতরের কানায় লেগেছে ভেবে নিউজিল্যান্ডও রিভিউ নেয়নি।
কিন্তু রিপ্লে’তে দেখা যায়, বল ব্যাটে লাগেনি এবং সেটি আঘাত হানতো মিডল-লেগ স্ট্যাম্পে। অর্থাৎ রিভিউ নিলে সাজঘরে ফিরতে হতো মাহমুদুল জয়কে। ভাগ্যের ছোঁয়ায় বেঁচে যাওয়ার পর আর ভুল করেননি তিনি। দিনের শেষ পর্যন্ত খেলে ২১১ বলে করেছেন ৭০ রান।
জয়ের বিপক্ষে না নেওয়া সেই রিভিউ সম্পর্কে নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার নেইল ওয়াগনার বলেছেন, ‘আমি আগেও যেটা বলেছি, বাইরে আজ অনেক বাতাস ছিল, সঙ্গে গরমও ছিল। আমরা আওয়াজ পেয়েছিলাম মনে হয়েছে ব্যাটের ভেতরের কানায় লেগেছে। উইকেটের পেছনে যারা ছিল তারা বলেছিল লাগেনি।’
তিনি আরও যোগ করেন, ‘তবে আমার পাশে যে দুজন স্টাম্পের কাছে ছিল তারা আওয়াজ পেয়েছিল, বলেছে বল ব্যাটে লেগেছে। আমার কাছে মনে হয়েছিল যদি ব্যাটে না লাগে তাহলে নিশ্চিত আউট। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই। এটা খেলার একটা অংশ। আম্পায়ারেরও মনে হয়েছে আওয়াজ হয়েছে, তাই সে আউট দেয়নি।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: