জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সম্প্রসারণের প্রস্তাব রাশিয়ার
সোমবার নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে এক আলোচনায় তিনি এ প্রস্তাব করেন।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বাড়ানোর প্রস্তাব করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সোমবার নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে এক আলোচনায় তিনি এ প্রস্তাব করেন। ল্যাভরভ বলেন, আধুনিক যুগের ভূ-রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য বর্তমান নিরাপত্তা পরিষদ কার্যকর নয়। কারণ প্রথমত এটি বহুজাতি ও অঞ্চলকে সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব করে না।
দ্বিতীয়ত বর্তমান কাঠামোয় এতে পশ্চিমাদের প্রতিনিধিত্ব বেশি। তাই আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকা থেকে আরও দেশকে এর সদস্য করতে হবে। তাহলে এটি প্রকৃত বহুকেন্দ্রিক বিশ্বের প্রতিনিধিত্ব করবে। তবে এশিয়া, আফ্রিকা থেকে কোন কোন দেশকে নিরাপত্তা পরিষদের সদস্য করা হবে, এ ব্যাপারে কিছু বলেননি তিনি।
রুশ গণমাধ্যম আরটি জানায়, জাতিসংঘের ১৫ সদস্যের বর্তমান নিরাপত্তা পরিষদের মধ্যে স্থায়ী সদস্য দেশ পাঁচটি। দেশগুলো হলো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া।
আর অস্থায়ী সদস্য ১০টি। কাঠামো অনুযায়ী, প্রতি দুই বছর অন্তর সাধারণ পরিষদ অস্থায়ী সদস্যদের নিয়োগ দেয়। অস্থায়ী সদস্যদের মধ্যে লাতিন ও এশিয়ার পাঁচটি করে দেশ। লাতিন আমেরিকা ও পশ্চিম ইউরোপের দুটি করে। আর পূর্ব ইউরোপের একটি।
সেই হিসেবে নিরাপত্তা পরিষদে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে পশ্চিমাদের সদস্য পাঁচটি, যা যেকোনো অঞ্চলের তুলনায় বেশি। অন্যদিকে জাপান বলতে গেলে যুক্তরাষ্ট্রের স্থায়ী মিত্র। নিরাপত্তা পরিষদে দেশটি সব সময় যুক্তরাষ্ট্রের অনুসরণে সিদ্ধান্ত নেয়।