ছাত্রদল নেতা হিমেলের ওপর  ছাত্রলীগের সশস্ত্র হামলা

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুর নেতৃত্বে একটি মিছিল ক্যাম্পাস থেকে বের হয়ে চাপাতি,দা,রড,স্টিল পাইপ  দিয়ে হিমেল আহমেদসহ কয়েকজনের ওপর হামলা চালায়। 

ছাত্রদল নেতা  হিমেলের  ওপর  ছাত্রলীগের সশস্ত্র হামলা

প্রথম নিউজ, ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হিমেল আহমেদ ওপর সশস্ত্র হামলা করেছে ছাত্রলীগ। 

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল কর্মীদের সাথে দলীয়  স্বাভাবিক কার্যক্রম শেষে ফেরার পথে বিশ্ববিদ্যালয় সেকেন্ড গেইট সংলগ্ন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পিছনের রাস্তায় শরীফের চায়ের স্টলের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুর নেতৃত্বে একটি মিছিল ক্যাম্পাস থেকে বের হয়ে চাপাতি,দা,রড,স্টিল পাইপ  দিয়ে হিমেল আহমেদসহ কয়েকজনের ওপর হামলা চালায়। 

এ সময় বাজারের ব্যবসায়ী আমিরুল ফিরাতে এলে তার সাথে থাকা মোটর বাইকটি ভেঙে গুড়িয়ে দেয়। এ সময় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে, দোকানপাট বন্ধ করে দেয় সেখানকার ব্যবসায়ীরা। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অতর্কীত সশস্ত্র হামলায় গুরুতর  আহত হিমেল ও আরও কয়েকজনকে স্থানীয় লোকজন ত্রিশাল উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে।

খোঁজ নিয়ে জানা যায় ত্রিশাল ইউনিয়নের চিকনা মোড়ে ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে বিশ্ববিদ্যালয়  ছাত্রলীগ হামলা করে সম্মেলন পন্ড করে দেয় এবং বেশ কয়েকজন আহত হয়। চিকনা মোড়ে হামলা শেষে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পার হয়ে সেকেন্ড গেইট দিয়ে বের হয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হিমেল ও তার সাথে থাকা অন্যান্য নেতাকর্মীর উপর হামলা চালায়। এ বিষয়ে বিশ্বিবদ্যালয় ছাত্রদল আহবায়ক ও সদস্য সচিব  প্রশাসন বরাবর  হিমেলের উপর হামলার সুষ্ঠ তদন্ত চেয়ে লিখিত চিঠি দেয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom