রাজধানীর সোয়ারি ঘাটে অবরোধের সমর্থনে ছাত্রদলের মিছিল
প্রথম নিউজ, ঢাকা:রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরে সোয়ারি ঘাটে বিএনপি’র ডাকা চতুর্থ দফা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে নগরীতে নৌপথ অবরোধ ও পিকেটিং করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার (১২ই নভেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ তৌহিদুর রহমান আউয়ালের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা নৌপথ অবরোধ ও পিকেটিং করে।
নৌপথ অবরোধ ও পিকেটিংয়ের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ডাঃ আউয়াল বলেন, “দেশনায়ক তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার অধীনে জনগণ আর ৫৭ সেকেন্ডে ৪৩ ভোট মডেলের নিবার্চন দেখতে চায় না। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যেই আমাদের এই অবরোধ।”
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মহিউদ্দিন মাহি, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডাঃ রুদ্র, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ডাঃ নাজেম, মহানগর ছাত্রদল মিরাজ হোসেন, সিয়াম, আশরাফুল আসাদ, বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী কাওসার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক দেওয়ান নিয়ন, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ছানাউল্লাহ্, বরগুনা জেলা ছাত্রদল সম্পাদক হৃদয়-সহ বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ।