ছাত্রদলের সাবেক ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

ছাত্রদলের সাবেক ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রথম নিউজ, ঢাকা: চার বছরের বেশি সময় পর ছাত্র দলের সাবেক ১২ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন, ছাত্র দলে সাবেক সহসভাপতি এজমল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, মামুন বিল্লাহ, জয়দেব জয়, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বায়েজিদ আরেফিন, সাবেক সহ সাধারণ সম্পাদক দবির উদ্দিন তুষার, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, আব্দুল মালেক, সাবেক সদস্য আজিজুল হক পাটোয়ারী আজিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ২২ জুন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক এই নেতৃবৃন্দকে  বহিস্কার করা হয়েছিল।উক্ত বহিস্কারাদেশ প্রত্যাহারের জন্য এসব নেতৃবৃন্দের আবেদনের প্রেক্ষিতে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হলো।

২০১৯ সালের ২২ জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়েছিল। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।