ছক্কা হাঁকানোয় দক্ষিণ আফ্রিকার রেকর্ড

ছক্কা হাঁকানোয় দক্ষিণ আফ্রিকার রেকর্ড

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে দারুণ সময় পার করছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। প্রায় প্রতিটা ম্যাচেই রান উৎসব করছেন প্রোটিয়া ব্যাটাররা। কুইন্টন ডি কক তো ব্যাটিং তাণ্ডব করছেন। সাত ম্যাচের চারটিতে সেঞ্চুরি করেছেন তিনি। অথচ এর আগে কোনো বিশ্বকাপেই তার সেঞ্চুরি নেই।

বিশ্বকাপে ব্যক্তিগতভাবে যেমন প্রোটিয়া ব্যাটাররা রান উৎসব করছে তেমনি দলীয়ভাবেও রান তাণ্ডব করছে। এবারের বিশ্বকাপে এ পর্যন্ত একবারই চারশ'র বেশি রান হয়েছে। দক্ষিণ আফ্রিকা সেটি করেছে। বিশ্বকাপে মোট ১৫ ইনিংসে ক্রিকেট প্রেমীরা তিন শতাধিক রানের ইনিংস দেখেছে। তার মধ্যে পাঁচটিই করেছে প্রোটিয়ারা।

বিশ্বকাপে এ পর্যন্ত ওভার বাউন্ডারি হাঁকানোর তালিকায়ও দক্ষিণ আফ্রিকা নেতৃত্ব দিচ্ছে। এবারের বিশ্বকাপে এ পর্যন্ত ৮২টি ওভার বাউন্ডারি মেরেছে তারা। কোনো এক বিশ্বকাপে যা সর্বাধিক। এর আগে এ কীর্তি ছিল ইংল্যান্ডের। এক বিশ্বকাপে ইংলিশরা ৭৬টি ছক্কা হাঁকিয়েছিল। তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এক বিশ্বকাপে তাদের হাঁকানো ওভার বাউন্ডারির সংখ্যা ৬৮টি।