চুয়েট ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি, আহত ১
প্রথম নিউজ, চট্রগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে রাকিব উদ্দীন চৌধুরী নামে এক ছাত্র আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত রাকিব উদ্দিন চুয়েটের সিভিল ডিপার্টমেন্টের ছাত্র। তিনি চুয়েট ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ শাখার উপ-পরিচালক এটিএম শাহজাহান বলেন, বৃহস্পতিবার দুপুরে দুই দল ছাত্রের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরই জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাকিব উদ্দিন নামে একজনের ওপর হামলার ঘটনা ঘটে। তিনি মাথায় আঘাত পান। তাদের অভিযোগ আমরা নিয়েছি। ডিসিপ্লিন কমিটির জরুরি বৈঠকে দেওয়া হবে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বর্তমানে ক্যাম্পাস পরিস্থিতি শান্ত আছে।
তিনি বলেন, আগের ঘটনার পরিপ্রেক্ষিতেই এ হামলার ঘটনা ঘটেছে। এর আগে রাকিবরা মুন্না নামে একজনকে মারধর করে। এরই জেরে রাতে শেখ রাসেল হলে রাকিবকে মারধর করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ মার্চ) চট্টগ্রামের রাউজানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা প্রথম দফা মারামারিতে জড়ান। এর জের ধরে বিকেল ৩টার দিকে ক্যাম্পাসে শেখ রাসেল হলের ক্যান্টিনে মারামারির ঘটনা ঘটে। পরে রাতে শেখ রাসেল হলের রাকিবের উপর হামলার ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদের বলেন, চুয়েটে মারামারিতে আহত রাকিব নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাতে আনা হয়েছিল। চিকিৎসা নিয়ে রাতেই তিনি চলে গেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews