চলে গেলেন ‘গ্যাবা টাই’-এর নায়ক
১৪৪ বছরের টেস্ট ইতিহাসে টাই হয়েছে মোটে দুটি টেস্ট
প্রথম নিউজ, ডেস্ক : ১৪৪ বছরের টেস্ট ইতিহাসে টাই হয়েছে মোটে দুটি টেস্ট। যার প্রথমটি হয়েছিল ১৯৬০ সালে ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে। আজ ৯২ বছর বয়সে চলে গেলেন সেই ম্যাচের নায়ক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যালান ডেভিডসন।
প্রায় চার ছয় দশক আগে ১৯৬০ সালের ৯ ডিসেম্বর শুরু হয় অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। সেই টেস্টে ভাঙা আঙুল নিয়ে খেলেও মাঠে আত্মনিবেদনের কোনো ঘাটতি দেখাননি ডেভিডসন। দুই ইনিংস মিলিয়ে ১২৪ রান ও ১১ উইকেট নিয়েছিলেন তিনি। যেখানে প্রথম খেলোয়াড় হিসেবে এক টেস্টে ১০০ ও ১০ উইকেট নেয়ার কীর্তি দেখান এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
ডেভিডসনের মৃত্যু অস্ট্রেলিয়ান ক্রিকেট ও পুরো ক্রিকেট বিশ্বের জন্য শোকের বলে দাবি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সংস্থাটির চেয়ারম্যান রিচার্ড ফ্রিউডস্টাইন বলেছেন, ‘তিনি (অ্যালান) ছিলেন ক্রিকেটের অন্যতম এক তারকা ক্রিকেটার। তিনি যে শুধু অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলস ক্রিকেট দলেরই অন্যতম সেরা ছিলেন তেমনটা নয়, ছিলেন জীবন্ত একজন অনুপ্রেরণা। প্রত্যেক খেলোয়াড়ের জন্য তিনি একজন জ্বলন্ত অনুপ্রেরণা হিসেবে থাকবেন। সিএ-এর পক্ষ থেকে তার পরিবার, বন্ধু, সহকর্মীদেরকে গভীর সমবেদনা জানাচ্ছি।’
১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ডেভিডসন খেলেছেন ৪৪ টেস্ট। ২৪.৫৯ গড়ে পাঁচ হাফ-সেঞ্চুরিতে করেছেন ১৩২৮ রান। তবে ব্যাটিংয়ের চেয়ে, বোলিং ক্যারিয়ারটা বেশ সমৃদ্ধ ছিল তার। মাত্র ২০.৫৩ গড়ে নিয়েছিলেন ১৮৬ উইকেট। টেস্ট ক্রিকেট ইতিহাসে এখনো, দেড় শ’র বেশি উইকেট শিকারিদের তালিকায় দ্বিতীয় সেরা গড় ডেভিডসনেরই।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: