চালককে অজ্ঞান করে অটোরিকশা নিয়ে পালালো প্রতারক চক্র
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর বিমানবন্দর থানার কাঁচা বাজার এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. কবির হোসেন (৩৬) নামে এক সিএনজি অটোরিকশা চালক। এ সময় তার সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়ে যায় প্রতারক চক্রটি।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহরাব হোসেন। তিনি বলেন, বিমানবন্দর জসিম উদ্দিন রোডে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন এক ব্যক্তি। পরে পথচারী শফিকুল ইসলাম দেখতে পেয়ে বিমানবন্দর থানা পুলিশকে খবর দেন। আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসি। এরপর পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়েছেন চিকিৎসক।
তিনি আরও বলেন, ওই ব্যক্তির নাম কবির হোসেন বলে জানতে পেরেছি। তার বাড়ি বরগুনা জেলার আমতলী থানা এলাকায়। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক। তার পরনে সিএনজি চালকের পোশাক রয়েছে। কবিরকে অজ্ঞান করে প্রতারক চক্রটি তার সিএনজি নিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। জ্ঞান ফিরলে তার কাছ থেকে বিস্তারিত জানা যাবে।