চরফ্যাশনে চলছে ভোটগ্রহণ, কেন্দ্রে আসতে বাধা প্রদানের অভিযোগ
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্তিতিও বাড়তে থাকে। এই প্রথমবারের মতো এ তিনটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হচ্ছে। তবে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
প্রথম নিউজ, ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার তিন ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্তিতিও বাড়তে থাকে। এই প্রথমবারের মতো এ তিনটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হচ্ছে। তবে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সহিংসতা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও টান-টান উত্তেজনা বিরাজ করলেও সকাল থেকে এখন পর্যন্ত কোথায় কোনো অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জিন্নাগড়, নীলকমল ও আমিনাবাদ এ তিন ইউনিয়নে ২৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ভোটকেন্দ্রে আসা লাইনে দাঁড়িয়ে থাকা নুর নাহার বেগম বলেন, আমি এই প্রথম ভোট দিতে এসেছি। ইভিএম পদ্ধতিতে ভোট দেব। তবে ভোটকেন্দ্রে আসার সময় রাস্তায় কয়েক জন বাধা দেয়। নীল কমল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন লিখন বলেন, আমার ভোটারদেরকে কেন্দ্রে আসতে দেওয়া হচ্ছে না। পথে বাধা দেওয়া হচ্ছে।
এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১শ ৩০ প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৮ জন এবং সদস্য পদে ৯১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শক্ত অস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নীল কমল ইউনিয়নের কেন্দ্রের দায়িত্বরত প্রসাইডিং অফিসার নাজমুল আলম বলেন, ইভিএম পদ্ধতির এ ভোট কার্যক্রম বিলম্বিত হলেও ভোটারদের সচেতন করা হচ্ছে বলে জানান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews