চ্যাম্পিয়নস লিগ ফাইনালিস্টদের হারিয়ে কোয়ার্টারে আরেক ব্রাজিলিয়ান ক্লাব

চ্যাম্পিয়নস লিগ ফাইনালিস্টদের হারিয়ে কোয়ার্টারে আরেক ব্রাজিলিয়ান ক্লাব

প্রথম নিউজ, অনলাইন:ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতেও চমক ধরে রেখেছে ব্রাজিলিয়ান ক্লাবগুলো। এবার বর্তমান চ্যাম্পিয়নস লিগ ফাইনালিস্ট ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করলো ব্রাজিলিয়ান দল ফ্লুমিনেন্স। 

নর্থ ক্যারোলাইনার ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে ম্যাচের ৩ মিনিটের মাথায় ডিফ্লেকশন থেকে পাওয়া বল থেকে হেডে গোল করেন ফ্লুমিনেন্সের আর্জেন্টাইন ফরোয়ার্ড জার্মান কানো। ইন্টার গোলরক্ষক ইয়ান সমারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ালে শুরুতেই ধাক্কা খায় ইন্টার।
 

তবে এরপরও ম্যাচে আক্রমণের নিয়ন্ত্রণ থাকে ফ্লুমিনেন্সের হাতেই। একের পর এক আক্রমণে ইন্টারের রক্ষণে ভীতি ছড়াতে থাকে ব্রাজিলিয়ানরা। ২১ মিনিটের মাথায় জন অ্যারিয়াসের শট ঠেকিয়ে ইন্টারকে ম্যাচে রাখেন ইয়ান সমার। 

দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটি কার্ল শট নেন জন অ্যারিয়াস।
তবে আবারও সেই ইয়ান সমার! বাম দিকে ঝাপিয়ে দৃঢ়টার সঙ্গে রুখে দেন ফ্লুমিনেন্সের নিশ্চিত গোল। 

ম্যাচে ইন্টারের বলার মতো আক্রমণ ছিলো ৮২ মিনিটে লাউতারো মার্তিনেজের নেয়া শট। তবে ব্রাজিলের ৪৪ বছর বয়সী গোলরক্ষক ফ্যাবিও তা শক্ত হাতে রুখে দেন। এর মিনিটখানেক পর লাউতারো মার্তিনেজের সামনে বাধা হয়ে দাঁড়ায় গোল পোষ্ট।
এতে আর সমতায় ফেরা হয়নি ইন্টারের। 

উল্টো ম্যাচের যোগ করা সময়ে ফ্লুমিনেন্সের হয়ে ব্যবধান বাড়ান বদলি হিসেবে নামা ব্রাজিলিয়ান মিডফিল্ডার হারকিউলস। এতে ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিলিয়ান ক্লাবটি। 

আগামী ৪ জুলাই দিবাগত রাতের কোয়ার্টার ফাইনালে সৌদি ক্লাব আল-হিলালের মুখোমুখি হবে ফ্লুমিনেন্স।