চাঁদপুরে বিএনপি ও যুবদলের দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

শাহরাস্তি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর তুষার চৌধুরী রাসেল বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় পুলিশ বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন।

চাঁদপুরে বিএনপি ও যুবদলের দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম নিউজ, চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা বিএনপি ও  যুবদলের দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (০১ নাভেম্বর) শাহরাস্তি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর তুষার চৌধুরী রাসেল বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় পুলিশ বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- পৌরসভার পূর্ব উপলতা গ্রামের মৃত বুজরত আলীর ছেলে আ. ছাত্তার (৪৭), একই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে আলী হোসেন (৫০), সুয়াপাড়া পাটোয়ারী বাড়ির মৃত আ. হাইয়ের ছেলে মো. শাহ পরান (৩২), একই গ্রামের সেকান্দর আলী পাটোয়ারীর ছেলে মো. তাজুল ইসলাম (৪৩), পৌর এলাকার নোয়াগাঁও পশ্চিম পাড়া মুন্সিবাড়ির মৃত আ. রশিদের ছেলে শরিফুদ্দিন প্রকাশ লিটন (৫০), সুয়াপাড়া বেলাজী বাড়ির মৃত আ. বারেকের ছেলে মো. আমির হোসেন (৫০), মাইজের বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে মো. তৌয়ব আলী (৪৬) এবং প্রশ্চিম মাইজের বাড়ির ইসমাইল হোসেনের ছেলে মো. খোকন মিয়া (৩০)।

মামলার বিবরণে জানা যায়, গত ২৮ অক্টোবর শুক্রবার বিকেলে শাহরাস্তি উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর যুবদল। এ সময় বিএনপি ও জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে শাহরাস্তি গেট দোয়াভাঙ্গায় অবস্থান নেয় পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মীকে আহত করে এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভাঙচুর করে। এ ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহেদুল হক মজুমদার, সদস্য সচিব এহতেশামুল হক, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। মামলার পর পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে যুবদলের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। 

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, মামলা দায়েরের পর আটজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom