চট্টগ্রামে শ্রমিককে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা
আজ বৃহস্পতিবার ভোরে আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রেথম নিউজ, ঢাকা: চট্টগ্রামের বাকলিয়ায় নুরুল ইসলাম নাহিদ নামে এক পরিবহন শ্রমিককে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার ভোরে আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, পরিবহন শ্রমিক নুরুল ইসলাম নাহিদ দাঁদগাও এলাকার বাসিন্দা। আহতাবস্থায় দুজন অজ্ঞাত ব্যক্তি সিএনজিতে করে নাহিদকে বাসায় নিয়ে যান। এরপর নাহিদের স্ত্রীকে ওই দুই ব্যক্তি জানান, তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। কিন্তু নাহিদের স্ত্রী দেখেন তার পুরো শরীর ঝলসে গেছে। তাছাড়া দুই ব্যক্তির কথায় সন্দেহ হয়। নাহিদকে মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই সটকে পড়েন ওই দুজন। নাহিদকে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাহিদের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews