চকবাজারে বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর চকবাজার থানার বকশিবাজার এলাকায় নির্মাণাধীন ভবনের ৯ম তলা থেকে পড়ে আবু তাহের (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন

চকবাজারে বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর চকবাজার থানার বকশিবাজার এলাকায় নির্মাণাধীন ভবনের ৯ম তলা থেকে পড়ে আবু তাহের (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর সাড়ে ১২টায় মৃত ঘোষণা করেন।

আবু তাহেরকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আব্দুল ওহাব জানান, ১০ তলা নির্মাণাধীন ভবনের ৯ম তলার লিফটের ছাদে ময়লা পরিষ্কারের কাজ করছিল আবু তাহের। অসাবধানতাবশত ৯ তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত আবু তাহের নির্মাণাধীন ঐ ভবনেই থাকতো। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার কলতা গ্রামে। সে ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ নেওয়াজ বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসেছি। নিহতের সহকর্মীদের সঙ্গে কথা বলে জানতে পারি- নির্মাণাধীন দশতলা ভবনের নয় তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায় তাহের। পরে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে।


ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।