গ্যাবনে অভ্যুত্থান: বৈদেশিক সহায়তা স্থগিতের ঘোষণা যুক্তরাষ্ট্রের

গ্যাবনে অভ্যুত্থান: বৈদেশিক সহায়তা স্থগিতের ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্রথম নিউজ, ডেস্ক : গত আগস্টে আফ্রিকার দেশ গ্যাবনে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির অভিযোগে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলে নিয়েছিল সেনাবাহিনীর একটি দল। নির্বাচিত প্রেসিডেন্ট আলী বঙ্গোকে ক্ষমতাচ্যুত এবং অভ্যুত্থানের জেরে দেশটিতে কিছু বৈদেশিক সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

এক বিবৃতিতে মঙ্গলবার ব্লিঙ্কেন জানান, ‘গ্যাবন সরকারের উপকারে আসা কিছু বিদেশি সহায়তা কর্মসূচি বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনীর অসাংবিধানিক হস্তক্ষেপের কারণে আমাদেরকে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে।’

আফ্রিকার চরম দরিদ্র দেশটিতে বৈদেশিক কমিয়ে আনা সত্ত্বেও অন্যান্য কার্যক্রম, মার্কিন নাগরিকদের সহায়তা স্বার্থে কূটনীতিক সেবা অব্যাহত রাখবে ওয়াশিংটন।

নির্বাচনের জালিয়াতির অভিযোগ তুলে গত ৩০ আগস্ট আলী বঙ্গোর সরকার উৎখাত করে ক্ষমতায় বসে সামরিক বাহিনী। এ বিষয়ে নিন্দা জানায় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র।

২০২০ থেকে আফ্রিকার মালি, গিনি, বুরকিনা ফাসো, চাদসহ ৮টি দেশে সামরিক বিদ্রোহ ঘটেছে। এর মধ্যে সবশেষ গত জুলাইয়ে ঘটে নাইজারে।