রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন দুই ব্যবসায়ী
পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন দুই ব্যক্তি। তারা হলেন, রফিকুল ইসলাম (৪০) ও মোহাম্মদ শফিউল আলম (৪৬)। দুই ব্যক্তির বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ও দেড়টায় পৃথক স্থানে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
রফিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা শহিদুল বলেন, আমার ভাই কাপড়ের ব্যবসা করেন। খবর পেয়ে দুপুরের দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সামনে অচেতন অবস্থায় তাকে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, আমার ভাইয়ের কাছে টাকা-পয়সা যা ছিল সবকিছু নিয়ে যায় অজ্ঞানপার্টির সদস্যরা।
অপরদিকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়া শফিউল আলমের ছেলে সিয়াম বলেন, আমার বাবা শাহবাগ এলাকায় ব্যবসা করেন। সকালের দিকে তিনি গাজীপুরে যান। পরে গাজীপুর পরিবহনে ঢাকায় আসার পথে বাসে থেকে চুইং জিনজার কিনে সে খান। এরপর তাকে অন্য যাত্রীরা বাসে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ফোনে আমাদের খবর দেন। খবর পেয়ে বাবাকে মতিঝিল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর পাকস্থলী ওয়াশ দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, বাবার কাছে টাকা-পয়সা যা ছিল সব নিয়ে গেছে। কত টাকা নিয়েছে বাবা সুস্থ হলে বিস্তারিত জানা যাবে। আমাদের গ্রামে বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। তিনি মাতুয়াইলে পরিবার নিয়ে থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীদের কাছ থেকে কী পরিমাণ টাকা নিয়েছে সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।