গুম-খুনের মাধ্যমে সরকার ক্ষমতায় টিকে আছে: প্রিন্স

আজ দুপুরে ময়মনসিংহ মহানগরীর নতুন বাজার এলাকায় বিএনপি কার্যালয়ের সামনের সড়কে  ময়মনসিংহ উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে মৌন মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গুম-খুনের মাধ্যমে সরকার ক্ষমতায় টিকে আছে: প্রিন্স

প্রথম নিউজ, ময়মনসিংহ: বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণতন্ত্র, ভোটাধিকার হরণ করে গুম-খুনের মাধ্যমে ভয়ঙ্কর পরিস্থিতি সৃস্টি করে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে । সরকার গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন নিয়ে জনগণের সাথে ভাওতাবাজি ও প্রতারণা করছে। তিনি আজ দুপুরে ময়মনসিংহ মহানগরীর নতুন বাজার এলাকায় বিএনপি কার্যালয়ের সামনের সড়কে  ময়মনসিংহ উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে মৌন মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আজ দেশব্যাপী জেলা ও মহানগরে নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল করেন।

ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শুক্কুর মাহমুদ ববি বক্তব্য রাখেন ।

পরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল করে নতুন বাজার পর্যন্ত গেলে সেখানে পুলিশ তাদের বাধা দেয়।দীর্ঘক্ষণ বাক বিতন্ডতার পর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে মৌন মিছিলের সমাপ্তি ঘোষণা করেন বিএনপি র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

পরে এমরান সালেহ প্রিন্স এর নেতৃত্বে জেলা ও  মহানগর নেতৃবৃন্দ ডিআইজি কার্যালয়ে গিয়ে মৌন মিছিলে বাধা প্রদান করায় প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা না দেয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ বিনা ওয়ারেন্টে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানিরও প্রতিবাদ জানিয়ে তা বন্ধ করার আহ্বান জানান। ডিআইজির পক্ষ থেকে তার স্টাফ অফিসার সিনিয়র এস পি ফারুক আহমেদ নেতৃবৃন্দের বক্তব্য শোনেন ।