গোপালপুরে ইউপি নির্বাচন: ভোটকেন্দ্রের সামনে অস্ত্রের মহড়া, সংঘর্ষে আহত ৫
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হেমনগর এলাকার হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রথম নিউজ, টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের সামনে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষকে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হেমনগর এলাকার হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ঝাওয়াইল ও হেমনগর ইউনিয়নে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ওই দুই ইউনিয়নে হাইকোর্টের আদেশে ভোটগ্রহণ স্থগিত ছিল। এর মধ্যে হেমনগর ইউনিয়নের ভোটার সংখ্যা ৩০ হাজার ১৭১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৫ হাজার ১১৭ এবং নারী ভোটার সংখ্যা ১৫ হাজার ৫৪ জন। ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। এই ইউনিয়নে আটজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে উভয় পক্ষের সমর্থকরা হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জমায়েত হতে থাকে। এ সময় উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, কেন্দ্রে এজেন্ট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews