গানে গানে শাফিন আহমেদকে স্মরণ করবে পাঁচ ব্যান্ড

গানে গানে শাফিন আহমেদকে স্মরণ করবে পাঁচ ব্যান্ড

প্রথম নিউজ, ডেস্ক : গত বছর ২৪ জুলাই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। তাঁকে উৎসর্গ করে এবার আয়োজন করা হয়েছে কনসার্ট ‘শাফিন আহমেদ—ইকোস অব অ্য লিজেন্ড’। ১৩ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত হবে কনসার্টটি। ১৪ ফেব্রুয়ারি শাফিনের জন্মদিন।

বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী শাফিন আহমেদকে স্মরণে আয়োজন করা হচ্ছে এই বিশেষ ট্রিবিউট কনসার্ট। গানে গানে এই শিল্পীকে স্মরণ করবে দেশের জনপ্রিয় পাঁচটি ব্যান্ড ও এক র‍্যাপার। গত বছরের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে কনসার্ট করতে গিয়েছিলেন শাফিন আহমেদ। কিন্তু দ্বিতীয় কনসার্ট শুরুর আগে অসুস্থ হয়ে পড়েন তিনি।
দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও, দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৪ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান এই গুণী শিল্পী। দেখতে দেখতে ৭ মাস হতে চলেছে তার বিদায়ের, আর সেই শূন্যতাই পূরণ করতে এবার আয়োজন করা হয়েছে এই স্মরণীয় সন্ধ্যার।

শাফিন আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে মঞ্চ মাতাবে মাইলস, ফিডব্যাক, দলছুট, আর্টসেল, অ্যাভয়েড রাফা এবং র‍্যাপার অজি। শাফিন আহমেদের সাবেক ব্যান্ড মাইলসের পরিবেশনা এই কনসার্টের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে, কারণ এই ব্যান্ডের ভোকাল হিসেবেই শাফিন মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

গানের পাশাপাশি কনসার্টে প্রদর্শিত হবে শাফিন আহমেদের জীবনের বিভিন্ন স্মারক ও তাঁর ক্যারিয়ারের ওপর ভিত্তি করে নির্মিত ডকুমেন্টারি ভিডিও। এতে উঠে আসবে এই শিল্পীর সঙ্গীত জীবনের নানা অধ্যায়, তার অবদান এবং বাংলাদেশি রক ও পপ সংগীতের অগ্রগতিতে তার ভূমিকা।

ট্রিবিউট কনসার্টটি আয়োজন করছে ভেলভেট ইভেন্টস। ইতিমধ্যে গেট সেট রক ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হয়েছে। দুই ক্যাটাগরির টিকিট পাওয়া যাচ্ছে: ভিআইপি: ৩,০০০ টাকা, রেগুলার: ১,৫০০ টাকা।
কনসার্ট শুরু হবে রাত ৯টায়, এবং দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে সন্ধ্যা ৬টায়।