গত দুই দিনে ৫০ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানান, ঈদের ছুটিতে গত দুই দিনে অর্থাৎ মঙ্গল ও বুধবার মোট ৫০ লাখ ৪৬ হাজার সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।
প্রথম নিউজ, অনলাইন: প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মঙ্গল ও বুধবার ঢাকা ছেড়েছেন ৫০ লাখ সিম ব্যবহারকারী। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানান, ঈদের ছুটিতে গত দুই দিনে অর্থাৎ মঙ্গল ও বুধবার মোট ৫০ লাখ ৪৬ হাজার সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। ২৮শে জুন বুধবার ৩১ লাখ ৪১ হাজার সিম ব্যবহারকারী ঢাকা ছাড়েন। এর আগের দিন ২৭শে জুন মঙ্গলবার ঢাকা ছাড়েন ১৯ লাখ পাঁচ হাজার সিম ব্যবহারকারী।
বুধবার সবচেয়ে বেশি গ্রামীণ ফোনের ১৭ লাখ ৬২ হাজার ৬০৭ ব্যবহারকারী ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন। এ ছাড়া রবির ৪ লাখ ৫৫ হাজার ৪৭৮ জন, বাংলালিংকের ৩ লাখ ৫৫ হাজার ৪৩৯ এবং টেলিটকের ৯১ হাজার ১১৭ সিম ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন। মঙ্গলবার ৯ লাখ ৫ হাজার ৫৯৩ জন সিম ব্যবহারকারী রাজধানী ছেড়ে যান।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী জানান, শেষ দুই দিনে ঢাকায় প্রবেশ করেছে ১৫ লাখ ১১ হাজার সিম ব্যবহারকারী। তবে একজন একাধিক সিম ব্যবহার করায় এই সংখ্যাটি প্রকৃত ব্যক্তির সংখ্যা নয়।