গাইবান্ধায় বাসচাপায় প্রাণ গেলো নানি-নাতনির

নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও তার নাতনি টিয়া মনি (৫)।

গাইবান্ধায় বাসচাপায় প্রাণ গেলো নানি-নাতনির

প্রথম নিউজ,গাইবান্ধা: গাইবান্ধায় বাসচাপায় নানি-নাতনি নিহত হয়েছেন। শুক্রবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও তার নাতনি টিয়া মনি (৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাবিনা স্থানীয় হোটেলে শ্রমিকের কাজ করতেন। ভোরে তার সঙ্গে তুলসিঘাটে আসে নাতনি টিয়া মনি। এ সময় ভাপা পিঠা খাওয়ার জন্য সড়কের এপার থেকে ওপারে যাচ্ছিল টিয়া। নাতনিকে ধরতে দৌড় দেন সাবিনাও। এ সময় ঢাকা থেকে গাইবান্ধাগামী আল রিয়াদ পরিবহনের এটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তারা মারা যান।

নানি-নাতনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। গাইবান্ধা সদর থানার উপ পরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম বলেন, বাসচাপায় দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom