খুলনা মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ নারীর মৃত্যু

খুলনা মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ নারীর মৃত্যু

প্রথম নিউজ, খুলনা : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় রোজভী শেখ (৮৫) ও সরস্বতী দাস (৪২) নামে দুই নারীর মৃত্যু হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৩৫ জন। চলতি বছর দুই হাজার ২৪০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।