খেলনা তৈরির কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচর থানার জুবাইদা স্কুলের পাশে একটি খেলনা তৈরির কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে মো. ফাহিম (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর কামরাঙ্গীরচর থানার জুবাইদা স্কুলের পাশে একটি খেলনা তৈরির কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে মো. ফাহিম (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২১ মে) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত ফাহিমের সহকর্মী মো. আব্দুল কাদের বলেন, আমরা দুজনেই কামরাঙ্গীরচরে কামাল প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করি। আজ দুপুরের দিকে মেশিনের ডাইস পরিবর্তন করার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে ফাহিম। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে মৃত তাকে ঘোষণা করেন।
তিনি আরও জানান, বর্তমানে ফাহিম পরিবার নিয়ে কামরাঙ্গীরচরে ভাড়া থাকতেন। তার বাড়ি বরিশাল জেলায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।