খুলনায় বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
প্রথম নিউজ, খুলনা: খুলনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তারুণ্যের সমাবেশ চলাকালে পুলিশের ওপর হামলা ও পিকআপ ভাঙচুরের অভিযোগে সদর থানায় এ মামলা দায়ের করা হয়। ওই দিন রাতে এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
মামলায় আসামিরা হলেন- বিএনপি নেতা মাহাবুব হাসান পিয়ারু, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ ইস্তি, শেখ নাদিমুজ্জামান জনি, সাবেক ছাত্রদল নেতা হেলাল আহমেদ সুমন, মাসুদ পারভেজ বাবু, যুবদল নেতা ইবাদুল হক রুবায়েত, মহানগর ছাত্রদলের সদস্য সচিব তাজিম বিশ্বাস, আসাদুজ্জামান মিঠু, মো. নাছিম, মো. রবি, হেলাল হোসেন গাজী, বেলাল হোসেন গাজী ও স্বেচ্ছাসেবক দল নেতা খাইরুজ্জামান সজীব। বাকিদের অজ্ঞাতপরিচয়ে আসামি করা হয়েছে।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, সোমবার বিকেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের তারুণ্যের সমাবেশ চলাকালে নগরীর ডাকবাংলো মোড়ে নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা পুলিশের একটি পিকআপ ভাঙচুর করে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।