খালেদা জিয়ার বাসার সামনে পুলিশের চেকপোস্ট, রিজভীর নিন্দা

খালেদা জিয়ার বাসার সামনে পুলিশের চেকপোস্ট, রিজভীর নিন্দা
খালেদা জিয়ার বাসার সামনে পুলিশের চেকপোস্ট, রিজভীর নিন্দা

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনের রাস্তার দু'পাশে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে গুলশানের ৭৯ নম্বর রোডে ঢোকার পথে এই চেকপোস্টটি বসানো হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, এই পুলিশি চেকপোস্ট বসানো বিএনপির ওপর সরকারের চলমান দমননীতির অংশ। কার্যত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তারা গৃহবন্দী করে রেখেছে। তাকে মানসিকভাবে নির্যাতন করার উদ্দেশ্যেই এই চেকপোস্ট বসানো হয়েছে। আমি সরকারের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ও অবিলম্বে সকল ধরনের জুলুম নির্যাতন ও হয়রানি বন্ধের দাবি জানাচ্ছি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom