খালেদা জিয়াকে মুক্ত করে ঘরে ফিরবো: দুদু
বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারব, তত দিন ঘরে ফিরে যাব না।
প্রথম নিউজ,খাগড়াছড়ি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত না করে ঘরে ফেরা যাবে না বলে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ।
তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারব, তত দিন ঘরে ফিরে যাব না। আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা আউটার স্টেডিয়ামে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের অহঙ্কার। বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। তাঁকে একবার পাকিস্তানিরা জেলবন্দি করেছিল। আজকে আরেকবার অবৈধ শেখ হাসিনা সরকার তাকে জেলখানায় রেখেছে। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে জেলায় জেলায় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সহসম্পাদক ওয়াদুদ ভুইয়ার সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন। গণসমাবেশে খাগড়াছড়ি বিভিন্ন উপজেলা থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: