খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় সেভ দ্য চিলড্রেনের কর্মী নিহত

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় সেভ দ্য চিলড্রেনের কর্মী নিহত

প্রথম  নিউজ, ঢাকা : রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায় কমলাপুরগামী মহানগর ট্রেনের ধাক্কায় নুর-ই আলম তৈমুর (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সেভ দ্য চিলড্রেনে চাকরি করতেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক (এস আই) সুনীল চন্দ্র সূত্রধর। তিনি বলেন, তিনি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে খিলক্ষেত রেলগেট পার হচ্ছিলেন। এসময় বিমানবন্দর থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস এবং ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস বিমানবন্দরের দিকে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। ঘটনাস্থলে তিনি মারা যান। 

তিনি কানে হেডফোন দিয়ে গান শোনার কারণে মহানগর এক্সপ্রেস টিকে খেয়াল করলেও একতা এক্সপ্রেসকে তিনি খেয়াল করেননি।

তিনি আরও বলেন, তিনি সেভ দ্য চিলড্রেনে চাকরি করতেন। পরে তার স্ত্রী রুমি আক্তারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। তিনি আদাবর এলাকায় থাকতেন।