খারসন দখলে নিল রাশিয়া

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খারসন শহর রাশিয়া দখলে নিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

খারসন দখলে নিল রাশিয়া
খারসন দখলে নিল রাশিয়া

প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খারসন শহর রাশিয়া দখলে নিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। দখলে নেয়ার পরে ওই শহরের মেয়র- সরকার ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।স্থানীয় কাউন্সিলের একজন সদস্য জানিয়েছেন, অন্তত ২০০ জন মানুষ নিহত হয়েছেন এবং আরো বহু মানুষ আহত হয়েছেন। গতকালই খারসনের মেয়র ফেসবুকে হৃদয়স্পর্শী স্ট্যাটাস দিয়ে জানান, আবাসিক ভবনগুলোতে আগুন জ্বলছে। শহরের স্থাপনাগুলো পুড়ছে। এদিকে ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জায়তোময়ারে বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে ভবনগুলো ক্ষতিগ্রস্ত এবং আগুন ধরে যায়। কর্তৃপক্ষ বলেছে, এই হামলায় চারজন নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom