কেয়ারটেকার সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে এদেশের জনগণ অংশগ্রহণ করবে না ।

কেয়ারটেকার সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত

প্রথম নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে এদেশের জনগণ অংশগ্রহণ করবে না । এই সরকার একটি দালাল, অবৈধ দুর্নীতিবাজ সরকার। তারা দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ছিনিয়ে নিয়েছে। কোনো দলীয় সরকারের  অধীনে সুষ্ঠ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে না। নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে ছাড়া সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। আমাদের দাবি একটাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত সবাইকে নিয়ে রাজপথে অগণী ভূমিকা পালন করবো।  শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদোগে ইউনিয়ন/ওয়ার্ড আমীর ও সেক্রেটারি শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। প্রধান অতিথি ডা. তাহের আরও বলেন, আমাদেরকে কাজে-কার্মে, চিন্তায়-চেতনায় জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল (সা:)কে মডেল হিসেবে উপস্থাপন করতে হবে। সাধারণ মানুষের মাঝে ইসলামের সুমহান বাণী  পৌঁছে দিতে হবে।
সমাজের সকল মানুষের বিপদে-আপদে সবার আগে এগিয়ে যাবে। তিনি একটি কল্যাণ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান। কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। তিনি বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার দেশকে একটি অকল্যাণ রাষ্টে পরিণত করেছে। সারা দেশে চলছে জুলুম-নির্যাতন, খুন-গুম ও দুর্নীতি। দেশে সাধারণ মানুষের নিরাপত্তা নেই। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। এর থেকে পরিত্রাণ পেতে হলে একটি অবাধ, সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ কোরবানীর সর্বোচ্চ নজরানা পেশ করে আল্লাহ্র সন্তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহ্ভীরু তাক্বওয়া অর্জনের মাধ্যমে দ্বীনে দাওয়াতী কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-  কেন্দ্রীয় নির্বাহী সদস্য মু. আব্দুর রব ও নুরুল ইসলাম বুলবুল।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: