কুষ্টিয়ায় বিএনপির ৫৩ নেতা–কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা, গ্রেপ্তার ৪

কুষ্টিয়ায় বিএনপির ৫৩ নেতা–কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা, গ্রেপ্তার ৪
কুষ্টিয়ায় বিএনপির ৫৩ নেতা–কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা, গ্রেপ্তার ৪

প্রথম নিউজ, কুষ্টিয়া: কুষ্টিয়ায় মহাসড়কে যানবাহন ভাঙচুর ও নাশকতার চেষ্টার অভিযোগে বিএনপির ৫৩ নেতা–কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গতকাল সোমবার রাত নয়টার দিকে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক মোহন সাহা বাদী হয়ে মামলাটি করেন। মামলায় জেলা বিএনপির কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধানসহ ১৮ নেতা–কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টা ৫ মিনিটের দিকে বাদী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শহরে নির্মাণাধীন বিআরবি হাসপাতালের সামনে মহাসড়কের ওপর সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দেশকে অস্থিতিশীল করার জন্য বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৪৫–৫০ নেতা-কর্মী জড়ো হয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে। তাঁরা হলেন বিএনপি কর্মী শাহিন হোসেন, আনিছুর রহমান, হাবিবুর রহমান ও আলামিন মালিথা। এ সময় তাঁদের কাছ থেকে পেট্রল, গ্যাসের লাইটার, রড, ইটের টুকরা ও বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ।

পুলিশের দাবি, আটক বিএনপির ওই চার কর্মী নাশকতা চালানোর বিষয়টি স্বীকার করেছেন। তাঁরা জিজ্ঞাসাবাদে অনেকের নাম বলছেন। পরে আটক ৪ জনসহ ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মামলার অন্য আসামিরা হলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, জেলা যুবদল সাধারণের সম্পাদক কামাল উদ্দিন, বিএনপি কর্মী জীবন, আবদুস সালাম, মো. দিবস, যুবদল নেতা মাজেদুর রহমান, নাইমুল ইসলাম, হারুন, মোহাম্মদ কুটি, রাব্বি, মনিরুল ইসলাম, তিতাস, মেহেদী হাসান।

মামলার বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, নাশকতার চেষ্টাকালে বিএনপির চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার চেষ্টার অভিযোগে হওয়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন বলেন, ‘১০ ডিসেম্বরের সমাবেশ সামনে রেখে গায়েবি মামলা দিয়ে হয়রানি করছে পুলিশ। মিথ্যা মামলায় চার কর্মীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom