কুষ্টিয়ায় প্রকাশ্যে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা
আজ বুধবার বেলা ১১টার দিকে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, কুষ্টিয়া: কুষ্টিয়ায় কথা কাটাকাটির জেরে প্রকাশ্যে জাহিদুল ইসলাম নামে এক ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওবাইদুর রহমান জুয়েল নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত জাহিদুল ইসলাম কুষ্টিয়ার খোকসা উপজেলার সাতপাঁখিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। আটক ওবাইদুর রহমান কুমারখালী পৌরসভার ২ নং ওয়ার্ডের রতনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানচালকের সঙ্গে জুয়েলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জুয়েল তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে চালকের গলায় আঘাত করে। এতে চালক সড়কে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুদার বলেন, কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে ভ্যানচালক জাহিদুল ইসলামকে হত্যা করা হয়েছে। ঘাতককে আটক করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: