কিশোরগঞ্জে পুলিশের তিন মামলায় আসামি বিএনপির ১৬০০ নেতাকর্মী
এদিকে দলের দুই নেতা নিহতের প্রতিবাদে কিশোরগঞ্জে বুধবার অর্ধদিবস হরতাল পালনের পালন করছে জেলা বিএনপি।
প্রথম নিউজ, কিশোরগঞ্জ: বিএনপি জামায়াতে ডাকা অবরোধের প্রথমদিনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি-পুলিশ সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) ও বুধবার (১ নভেম্বর) সকালে কুলিয়ারচর থানা পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমসহ ৮৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০০ জনকে আসামি করে এ মামলা করে।
কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান বলেন, কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক তারেক পারভেজ বাদী হয়ে দুটি এবং বাজরা এলাকায় সংঘর্ষের ঘটনায় উপ-পরিদর্শক নূরে আলম বাদী হয়ে একটি মামলা করেছেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ছয়সূতী এলাকায় পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এসআই তারেক পারভেজ বাদী হয়ে দুটি মামলা করেন। মামলায় ৪৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০০ জনকে আসামি করা হয়। এ ছাড়া উপজেলার বাজরা এলাকায় পুলিশের ওপর হামলা, জ্বালাও-পোড়াওসহ সহিংসতার ঘটনায় এসআই নূরে আলম বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেন।
মঙ্গলবার সকালে কুলিয়ারচরের ছয়সূতী বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ চলাকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালালে ছয়সূতী ইউনিয়ন কৃষকদলের সভাপতি বিল্লাল মিয়া (৩২) ও ছাত্রদলের সহসভাপতি রেফায়েত উল্লাহ (২০) মারা যান। এ ঘটনায় ১৬ পুলিশসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হন।
এদিকে দলের দুই নেতা নিহতের প্রতিবাদে কিশোরগঞ্জে বুধবার অর্ধদিবস হরতাল পালনের পালন করছে জেলা বিএনপি।