কলিং ফিচার সহ ২ হাজার টাকার কমে লঞ্চ হল Fire-Boltt Eterno স্মার্টওয়াচ
Fire-Boltt Eterno স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : Fire-Boltt সংস্থাটি ভারতে লঞ্চ করল তাদের নতুন একটি স্মার্টওয়াচ। দেশীয় ব্র্যান্ডের নতুন এই ডিভাইসটির নাম Fire-Boltt Eterno। ২০০০ টাকার কম দামে আসা নতুন স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিং, একাধিক হেলথ সেন্সর ও স্পোর্টস মোড সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার। চলুন দেখে নেওয়া যাক নতুন Fire-Boltt Eterno স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Fire-Boltt Eterno স্মার্টওয়াচের দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে ফায়ার-বোল্ট ইটার্নো স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা। এটি ব্লু, ব্ল্যাক, সিলভার গ্রিন, ব্ল্যাক সিলভার এবং গোল্ড পিংক কালার অপশনে উপলব্ধ। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাচ্ছে ঘড়িটি।
Fire-Boltt Eterno স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত ফায়ার-বোল্ট ইটার্নো স্মার্টওয়াচটি বর্গাকার ১.৯৯ ইঞ্চি এইচডি রেজোলিউশনযুক্ত ডিসপ্লের সাথে এসেছে, যা সর্বোচ্চ ৫০০ নিট উজ্জ্বলতা অফার করবে। অন্যদিকে হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার উপলব্ধ। সেই সঙ্গে এতে মিলবে ১০০টি স্পোর্টস মোডের সুবিধা। শুধু তাই নয়, সাথে থাকছে ব্রিদিং ট্রেনিং সেশন।
আবার ব্যবহারকারী তার হাতের ঘড়িটি থেকে সরাসরি ফোন কল করতে পারবেন। কারণ এতে রয়েছে ব্লুটুথ কলিং টেকনোলজি। এর জন্য ঘড়িটিতে ইন-বিল্ট মাইক ও স্পিকার বর্তমান। তদুপরি ঘড়িটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ এসেছে।
এবার আসা যাক Fire-Boltt Eterno স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হয়েছে ২৮০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ৫ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। তবে ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হল মিউজিক এবং ক্যামেরা কন্ট্রোল, ওয়েদার আপডেট, নোটিফিকেশন ইত্যাদি। সাথে থাকছে বিল্ট-ইন গেম।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: