কলকাতায় চাকরি জীবনে প্রথম বেতন কত ছিল? ভক্তদের জানালেন অমিতাভ

কলকাতায় চাকরি জীবনে প্রথম বেতন কত ছিল? ভক্তদের জানালেন অমিতাভ
কলকাতায় চাকরি জীবনে প্রথম বেতন কত ছিল? ভক্তদের জানালেন অমিতাভ

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: অমিতাভ বচ্চনের জীবনে ৩০ নভেম্বর, এই দিনটার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তার সঙ্গে যোগ রয়েছে কলকাতার তথা বাংলার। ১৯৬৮ সালে এই দিনেই কলকাতার তাঁর চাকরি জীবনে দাঁড়ি টেনেছিলেন হরিবংশ রাই বচ্চনের পুত্রটি। বুধবার নিজের ব্লগে এক অনুরাগীর একটি পুরনো টুইট ভাগ করে নেন অমিতাভ। শুধুই চাকরির শেষ দিন নয়, ওই টুইট থেকে মেগাস্টারের প্রথম পাওয়া বেতনের পরিসংখ্যানও জানা যাচ্ছে। সেই টুইট বলছে, ‘‘কলকাতায় ব্ল্যাকার্স কোম্পানিতে অমিতাভ বচ্চনের কর্মজীবনের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর ১৯৬৮। বেতন ১,৬৪০ টাকা। এখনও সেই ফাইল সংরক্ষণ করা আছে।’’ প্রসঙ্গত, টুইটটি ২০১৫ সালের।

প্রথম চাকরি প্রত্যেকের জীবনেই একটা আলাদা স্থান দখল করে থাকে অমিতাভের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। বুধবার নিজের চাকরি জীবন এবং সেই সঙ্গে কলকাতায় কাটানো দিনগুলোর নস্টালজিয়ায় ভাসলেন অমিতাভ। তিনি লেখেন, ‘‘তখন দশ ফুট চওড়া ঘরে আমরা ৮ জন একসঙ্গে থাকতাম।’’ তিনিও আরও লিখেছেন, ‘‘সে সব দিন ছিল বটে। অফিসের পর বন্ধুদের সঙ্গে জনপ্রিয় রেস্তরাঁর বাইরে দাঁড়িয়ে থাকতাম। আর ভাবতাম কোনও দিন হয়তো ভিতরে প্রবেশের জন্য টাকা উপার্জন করেত পারব।’’ তার পরে দাররক্ষককে অনুরোধ করেও কখনও কখনও ভিতরে ঢোকার চেষ্টা করতেন অমিতাভ ও তাঁর বন্ধুরা।

এখানেই থেমে না গিয়ে অমিতাভ জানিয়েছেন, যে এখনও কলকাতায় এলে পুরনো বন্ধুদের সঙ্গে তাঁর দেখা হয়। এমনকি, রাতের অন্ধকারে ফেলে আসা শহরের সেই পরিচিত জায়গাগুলিও সময় করে ঘুরে দেখেন বলিউড শাহেনশাহ। অমিতাভ লিখেছেন, ‘‘কেউ কেউ হারিয়ে গিয়েছেন, আবার কোনও বন্ধু রয়ে গিয়েছেন। কিন্তু তাঁদের ভালবাসা এখনও আমার সঙ্গে রয়ে গিয়েছে।’’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom