কেরানীগঞ্জে ওয়াসিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাইজুন্নেছার আদালত এ রায় ঘোষণা করেন।

প্রথম নিউজ, ঢাকা: কেরানীগঞ্জে ওয়াসিম নামে এক যুবককে জবাই করে হত্যা ঘটনায় চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাইজুন্নেছার আদালত এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে আসামিদের দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- মো. আব্দুল বাতেন, মো. জাহাঙ্গীর আলম, মো. পলক রহমান ওরফে ডেঞ্জার সাগর ও পাপ্পু। এদের মধ্যে জাহাঙ্গীর ও পাপ্পু পলাতক রয়েছে। এদিন কারাগারে আটক দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩ এপ্রিল ওয়াসিমকে বাবুবাজার থেকে ডেকে পলাশের কারখানায় নিয়ে আসে বাতেন ও পাপ্পু। এরপর সজীব, পাপ্পু, বাতেন, ওয়াসিমকে ধরে রাখে এবং পলক গেঞ্জি দিয়ে ওয়াসিমের মুখ, হাত, পা বেঁধে ফেলে। এরপর তাকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। ২০২১ সালের ২৪ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালীন ২৪ সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: