কুমিল্লা স্বেচ্ছাসেবক দলের কায়সারকে বহিষ্কার

দলীয় নির্দেশনা অমান্য করার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কায়সারকে আজীবন বহিষ্কার করা হয়

কুমিল্লা স্বেচ্ছাসেবক দলের কায়সারকে বহিষ্কার
কুমিল্লা সিটি নির্বাচনে অংশ নেওয়ায় স্বেচ্ছাসেবক দলের কায়সারকে বহিষ্কার

প্রথম নিউজ, কুমিল্লা প্রতনিধি: আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও কুমিল্লা মহানগর শাখার সভাপতি নিজাম উদ্দিন কায়সারকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নির্দেশনা অমান্য করার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কায়সারকে আজীবন বহিষ্কার করা হয়। একইসঙ্গে কুমিল্লা মহানগর শাখার সিনিয়র সহসভাপতি মনির হোসেন পারভেজকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

একইসঙ্গে প্রেস বিজ্ঞপ্তিতে আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণা ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ না করার জন্য স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের নেতাকর্মীদেরকে নির্দেশ প্রদান করা হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom