ঝিনাইদহে কলেজছাত্রীকে অপহরণ, সাবেক যুবলীগ নেতা গ্রেফতার
এছাড়া অপহৃত ওই ছাত্রীকেও উদ্ধার করেছে র্যাব।
প্রথম নিউজ, ঝিনাইদহ: ঝিনাইদহের সরকারি কেসি কলেজের এক ছাত্রীকে অপহরণের ঘটনায় মূলহোতা সাবেক যুবলীগ নেতা আবুজার গিফারী ওরফে গাফফারকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এছাড়া অপহৃত ওই ছাত্রীকেও উদ্ধার করেছে র্যাব।
আজ সোমবার (৭ মার্চ) মানিকগঞ্জে অভিযান চালিয়ে গাফফারকে গ্রেফতার করা হয়। র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গাফফারকে গ্রেফতার ও ওই ছাত্রীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার (৫ মার্চ) ভোর ৬টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার নিউ একাডেমি স্কুলের সামনে থেকে ওই কলেজছাত্রীকে অপহরণ করে আবুজার গিফারী ওরফে গাফফার। এরপর ভুক্তভোগীর বাবা থানায় অপহরণের অভিযোগ করেন। অভিযোগের পরিপেক্ষিতে মামলা হয়।
এরপর র্যাব বিষয়টি নিয়ে ছায়াতদন্ত শুরু করে। অপহরণ করে ওই ছাত্রীকে মানিকগঞ্জে নিয়ে আসে গাফফার। এরপর র্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাফফারকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত ভুক্তভোগী ছাত্রীকেও উদ্ধার করা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews