কুমিল্লায় বজ্রপাতে নিহত ৪

বৃহস্পতিবার (২ মে) বিকেলে জেলার বুড়িচং, দেবীদ্বার, সদর দক্ষিণ ও চান্দিনা উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা ও স্থানীয় সূত্র এ সব তথ্য নিশ্চিত করেছে।

কুমিল্লায় বজ্রপাতে নিহত ৪

প্রথম নিউজ, কুমিল্লা: কুমিল্লার বিভিন্ন উপজেলায় বজ্রপাতে দুই কৃষকসহ চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে জেলার চান্দিনা, বুড়িচং, দেবিদ্বার ও সদর দক্ষিণে একজন করে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) বিকেলে জেলার বুড়িচং, দেবীদ্বার, সদর দক্ষিণ ও চান্দিনা উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা ও স্থানীয় সূত্র এ সব তথ্য নিশ্চিত করেছে।

নিহতরা হলেন- দেবিদ্বারের ধামতী গ্রামের মো: মোখলেছ, কুমিল্লা সদর দক্ষিণের উত্তর সূর্যনগর গ্রামের আতিকুল ইসলাম, বুড়িচংয়ের কৃষক আলম হোসেন ও চান্দিনা কৃষক দৌলতুর রহমান। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশগুলো দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।