কামরাঙ্গীরচরে মাদক মামলার আসামি খুন
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর কামরাঙ্গীরচর থানার মুসলিমবাগ এলাকায় রমজান ওরফে পেট কাটা রমজান (৪৩) নামের এক মাদক মামলার আসামিকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যার কারন এখনো জানা যায়নি।
মঙ্গলবার জাগো নিউজকে এই তথ্য জানান কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার।
তিনি বলেন, সোমবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে কয়েকজন লোক জানায় এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। পরে জানা যায় তার নাম রমজান ওরফে পেটকাটা রমজান। তার বুকে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার বলেন, রমজানের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। তার হত্যার পিছনে কারা জড়িত, কেন তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।