কামরাঙ্গীরচরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

কামরাঙ্গীরচরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রথম নিউজ, ঢাকা : রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানার আশরাফাবাদ এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি মো. ফোরকানকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-১০।

শুক্রবার (২৭ অক্টোবর) এ তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস্) উপপরিচালক আমিনুল ইসলাম।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানার আশরাফাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে রাজধানীর লালবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ধর্ষণ মামলার এজাহার ভুক্ত প্রধান আসামি মো. ফোরকানকে (২৫) গ্রেফতার করা হয়।

তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন থানার জয়া গ্রামে। তিনি ওই গ্রামের মো. কাশেম বাইশার ছেলে।


তিনি বলেন, গ্রেফতার আসামি উক্ত ধর্ষণের সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি মামলার পর থেকেই রাজধানীর কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।