কিডনি বিক্রি করে হলেও মাকে বাঁচাতে চায় রকি!

রকি সদ্য চাকরি হারানো এক যুবক। শুধু চাকরিই না, হারিয়েছেন প্রেমিকাকেও

 কিডনি বিক্রি করে হলেও মাকে বাঁচাতে চায় রকি!
 কিডনি বিক্রি করে হলেও মাকে বাঁচাতে চায় রকি!

প্রথম নিউজ, ডেস্ক : রকি সদ্য চাকরি হারানো এক যুবক। শুধু চাকরিই না, হারিয়েছেন প্রেমিকাকেও। ঠিক এই মুহূর্তেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তার মা। জরুরি ভিত্তিতে প্রয়োজন অপারেশন। দরকার এক লাখ টাকা।

অসময়ে মায়ের পাশে থাকাটাই তো সন্তানের কাজ। তাইতো নিজের কাছে টাকা না থাকায় পরিচিতদের কাছে টাকা ধার চেয়ে তার প্রয়োজনের কথা জানায়। কিন্তু সবাই তাকে ফিরিয়ে দিচ্ছে।

মানুষের কত রকমের সমস্যার মধ্যে রকির সমস্যাটা খুব বেশি গুরুত্ব পায়নি। তবুও তো মাকে বাঁচাতে হবে। তাই সে সিদ্ধান্ত নেয় নিজের একটি কিডনি বিক্রি করে দেওয়ার।

এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘কেবিন নাম্বার ৫০৭’। এতে রকি চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল। এছাড়া হেলেন চরিত্রে অভিনয় করেছেন ফারজানা আহসান মিহি। আরও আছেন মিলি বাসার, রেজাউল আহসান শিকদার রেজা, খায়রুল ইসলাম পলিন, সোহেল মাসুদ পথিক, নাজনিন শবনব, মাইশা আলভী, জেকি প্রমুখ।

সম্প্রতি উত্তরা, বনানী ও ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। কুদরত উল্লাহর গল্প ও রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাকিল সৈকত। চিত্রগ্রহণে নুরুন্নবী তরুণ।

নাটকটি প্রযোজনা করেছে মাইজদীটেইনমেন্ট। খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে দেখানো হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: