কাউকে অসম্মান করে কিছু বলতে চাইনি: পূজা চেরি
আমার জায়গা থেকে ক্লিয়ার করে বলেছি, ওই মুভিতে চুক্তিবদ্ধ হইনি। যেহেতু চুক্তিবদ্ধ হইনি তাই আমি বলতে পারি সিনেমাটি করতে পারছি না।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: শাকিব খানের সিনেমা ‘মায়া’- থেকে সরে যাওয়া নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন পূজা চেরি। অনেকেই মনে করেন, এতে করে শাকিবকে অসম্মান করা হয়েছে। যদিও পূজা নিজে জানালেন এমন কিছুই নয়। তিনি বলেন, আমি কাউকে অসম্মান করে কিছু বলতে চাইনি। হয়তো ভুল বুঝেছেন কেউ কেউ আমাকে। অনেকে শাকিব খানকে টেনে অনেককিছু বলছেন। আমার কোনো যোগ্যতাই নেই তাকে অসম্মান করার। এমনকি কোনো অধিকার নেই। পূজা বলেন, আমার জায়গা থেকে ক্লিয়ার করে বলেছি, ওই মুভিতে চুক্তিবদ্ধ হইনি। যেহেতু চুক্তিবদ্ধ হইনি তাই আমি বলতে পারি সিনেমাটি করতে পারছি না।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: