এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
প্রথম নিউজ, ডেস্ক : চলতি বছর বড় দুটি ক্রিকেট ইভেন্ট মাঠে গড়ানোর অপেক্ষায়। আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের পর ভারতের মাটিতে অক্টোবরে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। দুই টুর্নামেন্টেই হট ফেবারিট ভারত। তবে বিশ্বকাপের আগে একের পর এক ক্রিকেটারের ইনজুরিতে চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরে।
চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে তারকা পেসার জসপ্রীত বুমরাহ। গাড়ী দুর্ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেছেন উইকেটকিপার ব্যাটার রিশভ পন্ত। এবার বিশ্বস্ত ব্যাটার শ্রেয়াস আইয়ারকে নিয়েও চিন্তার কালো মেঘ ভারতীয় শিবিরে। আসন্ন এশিয়া কাপের পাশাপাশি বিশ্বকাপেও এই মিডল অর্ডার ব্যাটারকে নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
পিঠের চোটের কারণে আইপিএল খেলতে পারেননি শ্রেয়াস আইয়ার। জানা যাচ্ছে, চোট এখনও সারেনি। চোট এতটাই গুরুতর পর্যায়ে যে সম্প্রতি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে অর্থাৎ এনসিএতে নাকি তাকে ইনজেকশনও দিতে হয়েছে। এনসিএর এক সূত্র মারফত ভারতীয় সংবাদমাধ্যমে দাবি, শ্রেয়াসের পিঠের চোট এতটাই গুরুতর যে, আসন্ন এশিয়া কাপেও অনিশ্চিত তিনি।
মাস কয়েক আগে ভারতের মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে পিঠের ব্যথার কারণেই আর ব্যাট করতে নামতে পারেননি। এই চোটের ফলে আইপিএল এমনকী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারেননি তিনি। বর্তমানে বেঙ্গালুরুতে এনসিএতে রিহ্যাবে রয়েছেন শ্রেয়াস আইয়ার। সেখানে ফিজিওথেরাপির মধ্যে রয়েছেন তিনি।
ভারতের আসন্ন ক্যারিবিয়ান সফরের দলেও এই ২৮ বছর বয়সী ব্যাটারকে রাখা হয়নি। যশস্বী জসওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড়ের মতো তরুণরা জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে।
এদিকে, নির্বাচকদের চাপ বাড়াচ্ছে সিনিয়র ক্রিকেটারদের অফফর্ম। বিশ্বকাপের বছরে ছন্দে নেই রোহিত শর্মা ও কেএল রাহুলরা। এছাড়া বৈশ্বিক ইভেন্টে এক দশকেরও বেশি সময় ধরে শিরোপাহীন দলটি। যা বাড়তি চাপ বাড়াচ্ছে ভারতের।