এশিয়া কাপের আগে পাকিস্তান-আফগানিস্তানের সিরিজ

এশিয়া কাপের আগে পাকিস্তান-আফগানিস্তানের সিরিজ

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: ২০২৩-২৫ সালের জন্য পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে তারা আগামী টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ফরম্যাটটিতে ১৯টি ম্যাচ খেলার সূচি পাকাপোক্ত করেছে। তবে তার আগে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগেও বেশ ব্যস্ত সময় পার করবে বাবর আজমের দল। আগামী ৩১ আগস্ট থেকে মাঠে গড়াবে এশিয়া কাপের আসর। তার আগেই আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান।

এর আগে রিভাইজড ফিউচার ট্যুরস প্রোগ্রামের (এফটিপি) অধীনে এসব সিরিজের সূচি ঘোষণা করে পিসিবি। যেখানে আগস্টে পাকিস্তান-আফগানিস্তানের সিরিজটি দেশের বাইরে হওয়ার কথা থাকলেও ভেন্যু ও তারিখ জানানো হয়নি। তবে সংযুক্ত আরব আমিরাতে দল দুটি মুখোমুখি হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে চলতি বছরের শুরুতে শারজাহতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান ও আফগানিস্তান। বাবর-রিজওয়ান ও শাহিন আফ্রিদিদের বিশ্রামের সিরিজটিতে আফগানরা ২-১ ব্যবধানে জিতেছিল। আসন্ন সিরিজটিকে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নিচ্ছে দল দুটি।

আগামী ৩১ আগস্ট-১৭ সেপ্টেম্বরের মধ্যে এশিয়া কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পাকিস্তানের দেওয়া হাইব্রিড মডেলেই হচ্ছে এবারের এশিয়া কাপ। যেখানে পাকিস্তানে ৪টি ম্যাচ এবং ফাইনালসহ বাকি ৯ ম্যাচ হবে শ্রীলঙ্কায়। উদ্বোধনী দিনেই মুলতানে নেপালের সঙ্গে মুখোমুখি হতে পারে আয়োজক দেশটি। আসরটির আরেকটি ভেন্যু লাহোর।

মেন ইন গ্রিনরা নেপালের সঙ্গে ম্যাচের পরই শ্রীলঙ্কার উদ্দেশে রওনা করবে। তবে এরপরও দেশটিতে ম্যাচ রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি আজ (১৯ জুলাই) ঘোষণা দেওয়ার কথা রয়েছে। পিসিবির নতুন চেয়ারম্যান জাকা আশরাফ এশিয়ান এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করবেন।